নিবার্চন পেছানোর দাবিতে অনঢ় বিএনপি; আপত্তি নেই আওয়ামী লীগের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৮ একুশ নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের শিডিউল পেছাবে কি, পেছাবে না-এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। যদি নির্বাচন কমিশন শিডিউল পেছায় তবে আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু এক্ষেত্রে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ইসি এই সিদ্ধান্ত নেয়। রোববার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের এ কথা বলেন। তফসিল ঘোষণার আগে থেকেই নির্বাচন পেছানোর দাবি করে আসছিলো জাতীয় ঐক্যফ্রন্ট। তফসিল ঘোষণার পরেও তাদের এ দাবি অব্যহত থাকে। জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে যাবে কি যাবে না তা নিয়ে চলা অনিশ্চয়তা গতকাল কাটলেও নির্বাচন পেছানোর দাবিতে এখনো অনঢ় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। আজ দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের এক সংবাদ সম্মেলনে ড. কামাল জানিয়েছেন নির্বাচনে যাবে ঐক্যফ্রন্ট। এ সময় তিনি নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানান। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: নিবার্চন পেছানোর দাবিতে অনঢ় বিএনপি; আপত্তি নেই আওয়ামী লীগের