দারুণ ছন্দে থাকা হায়দরাবাদ ফাইনালে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, মে ২৬, ২০১৮ ক্রীড়া প্রতিবেদক : দুই স্পিনার সাকিব ও রশিদ খানের দারুণ বোলিংয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৩ রানে কলকাতাকে হারাল হায়দরাবাদ। ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ঘরের মাঠে কলকাতা ৯ উইকেটে করে ১৬১ রান। ব্যাটিংয়ে নেমে ২৪ বলে চারটি চারে ২৮ রান করেন সাকিব। দীপক হুদার স্ট্রেট ড্রাইভ বোলারের আঙুল ছুঁয়ে ভেঙে দেয় স্টাম্প। একটু এগিয়ে যাওয়া নন স্ট্রাইকার সাকিব ফিরতে পারেননি সময় মতো। ফিরে যান রান আউট হয়ে। কলকাতার ইডেন গার্ডেন্সে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহা ও শিখর ধাওয়ান দলকে এনে দেন ভালো শুরু। দলে ফেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান ২৭ বলে করেন ৩৫। আরেক ওপেনার ধাওয়ান ২৪ বলে করেন ৩৪। দারুণ ছন্দে থাকা উইলিয়ামসন ব্যর্থ এদিন। হায়দরাবাদ অধিনায়ক ফিরেন মাত্র ৩ রান করে। মিডল অর্ডারে দলকে টানেন সাকিব। দুই বিস্ফোরক ব্যাটসম্যান ইউসুফ পাঠান ও কার্লোস ব্র্যাথওয়েট তুলতে পারেননি ঝড়। শেষের টর্নেডো ইনিংস দলকে পৌনে দুইশ রানে নিয়ে যান রশিদ। মাত্র ১০ বলে চারটি ছক্কা আর দুটি চারে অপরাজিত থাকেন ৩৪ রানে। ২৯ রানে ২ উইকেট নিয়ে কলকাতার সেরা বোলার কুলদীপ যাদব। #এএইচ Comments SHARES খেলাধুলা বিষয়: