ঢাকা-৭ আসনের হাতপাখা প্রার্থীর মিছিল নিয়ে আলোচনার ঝড়

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮

তুহিন খন্দকার: ইসলামী আন্দোলনের ডাকে আয়োজিত গত ৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহা সমাবেশে ঢাকা-৭ আসনের চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবদুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অলোচনার জন্ম দিয়েছে।

এতো বড় রাজনৈতিক শোডাউন ইতোপূর্বে ঢাকাবাসী খুব কমই দেখেছে বলে অভিমত জন সাধারণের।

গত শুক্রবার জুমআর নামাজের পরপরই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবদুর রহমানের নেতৃত্বে প্রায় ৩০ হাজারেরও অধিক কর্মী সমর্থক নিয়ে রাজধানীর লালবাগ এলাকা থেকে সমাবেশের দিকে যাত্রা করে মিছিলটি।

প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্য এ বিশাল মিছিলের অগ্রভাগে অংশ নেয় শতাধিক মটর সাইকেল বহর। বহরে হাতপাখা প্রতীক সম্বলিত টি-শার্টধারী যুবকদের শো-ডাউন সহ লালবাগ, চকবাজার,বংশাল কোতয়ালী থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের হাজার হাজার কর্মী-সমর্থক অংশ নেয়।

এসময় আলহাজ্জ আবদুর রহমান পুরো সময় তার গাড়িতে দাঁড়িয়ে মিছিলে আসা সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

মিছিল সম্পর্কে নিজের অভিব্যক্তি জানতে চাইলে জনাব আবদুর রহমান একুশ নিউজকে বলেন, আমার এলাকার মানুষ আমাকে খুবই ভালোবাসে। তাদের সেই ভালোবাসা ও ভরসার জায়গাটিই নির্বাচনে আমার বড় শক্তি হিসেবে কাজ করবে।

তিনি বলেন, জাতীয় মহাসমাবেশ অভিমুখে সেই বিশাল মিছিলই তার প্রমাণ।

আল্লাহর রহমতে তাদের ভালোবাসাই আমাকে তাদের সংসদ প্রতিনিধি হিসেবে বিজয়ী করবেন ইনশাল্লাহ।

সবশেষে মিছিলটি সাতশহীদ সেন্টার, চৌধুরী বাজার, নবাবগঞ্জ, লালবাগ কেল্লা, ঢাকেশ্বরী রোড, বকশিবাজার, আনন্দবাজার হয়ে বঙ্গবাজার দিয়ে গিয়ে সমাবেশে প্রবেশ করে।

বিআইজে/

Comments