ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৯ মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের মামলায় মোহাম্মদ আলী (৩৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩১ মার্চ) জনাকীর্ণ আদালতে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ বিএম তারিকুল কবীর উপরোক্ত রায় প্রদান করেন। এ সময় আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড প্রাপ্ত আসামি মোহাম্মদ আলী জেলার হরিপুর উপজেলার মেদেনী সাগর গ্রামের আবু তাহের ওরফে ডিগরার ছেলে। মামলার বিবরণে জানা যায়, মাত্র চার শতক জমি বিক্রি করা নিয়ে নিহত মোহাম্মদ আলীর পরিবারের সঙ্গে আসামি পক্ষের বিরোধ চলছিল। ২০০৩ সালের ২৬ অক্টোবর দুপুর ২টায় নিহত মোহাম্মদ আলী ধান ক্ষেতে সেচ দিয়ে বাড়ি ফেরার পথে আবু তাহেরের বাড়ির কাছে পৌঁছালে দণ্ডিত আসামি ও তার সহযোগীরা তাকে আটক করে মারপিট করে। এক পর্যায়ে মাথায় সজোরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী মারা যায়। এ ঘটনায় মৃতের ভাই বাদী হয়ে ১১ জনকে আসামি করে হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। বিআইজে/ Comments SHARES অপরাধ বিষয়: