জোট-ফ্রন্টকে বিএনপির মনোনয়ন বন্টন; জোট ৪২, ঐক্যফ্রন্ট ১৯

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮

একুশ নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়নের পর জোট-ফ্রন্টের মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি।

শনিবার দিনভর বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সন্ধায় দফায় দফায় বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোট শরীকদের প্রার্থী তালিকা ঘোষণা করেন।

এর আগে শুক্রবার বিএনপি দলীয় ২০৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন মির্জা ফখরুল। এরপর শনিবার জোট-ফ্রন্টের ৬১ আসনের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।

পাশাপাশি শনিবার আরো ১৪ জনকে বিএনপির মনোনয়ন দেয়া হয়। তারা হলেন- চট্টগ্রাম -৮ আসনে এম মোরশেদ খান, সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-৬ আসনে ফয়সাল আহমেদ চৌধুরী, বরগুনা-২ খন্দকার মাহবুব হোসেন, গাইবান্ধা-২ আসনে আবদুর রশীদ সরকার, পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদার, নারায়ণগঞ্জ-১ কাজী মুনীর, ময়মনসিংহ-১ আলী আজগর, কুমিল্লা-৬ হাজী আমিন উর রশীদ ইয়াসিন, জামালপুর-১ রশীদুজ্জামান মিল্লাত, নেত্রকোনা-৫ আবু তাহের তালুকদার, চাঁদপুর-৩ শেখ ফরিদ উদ্দিন আহমেদ, টাইঙ্গাইল-৩ লুৎফর রহমান খান আজাদ ও সাতক্ষীরা-৩ ডাক্তার শহিদুল আলম।

আজ রোববার দুটি আসেনে মনোনয়ন পরিবর্তন করে বিএনপি। চট্টগ্রাম-৮ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে বাদ দিয়ে চট্টগ্রাম জেলা বিএনপির সভাপতি আবু সুফিয়ানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

অন্যদিকে শেরপুর-২ আসনে এ কে এম মোখলেছুর রহমান রিপনের বদলে মনোনয়ন দেওয়া হয় সাবেক হুইপ প্রয়াত জাহিদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরীকে।

এছাড়াও রোববার নতুন করে মনোনয়ন দেওয়া হয় ঢাকা-১ আসনে আবু আশফাক খন্দকার, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবী, ঢাকা-১৪ এ বি সিদ্দিক সাজু এবং রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফাকে।

এছাড়াও আজ রোববারের মধ্যেই বাকী আসনগুলো বন্টন শেষে ঘোষণা করা হবে। এরমধ্যে শুক্রবার প্রকাশিত আরো একাধিক আসনে বিএনপির প্রার্থীতা পরিবর্তন হতে পারে।

বিএনপি দলীয় প্রার্থী তালিকা…. ২০৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

শুক্রবার একাধিক প্রার্থীকে বিকল্প হিসেবে চূড়ান্ত করার পর শনিবার একাধিক প্রার্থী নিবাচন কমিশনে আপিলে মনোনয়ন ফিরে পেয়েছেন।

জোট-ফ্রন্টের মধ্যে সর্বোচ্চ জামায়াত পেয়েছে ২৪টি এবং ঐক্যফ্রন্ট পেয়েছে ১৯টি আসন। অন্যান্য ১৮টি।

ঐক্যফ্রন্টের যারা মনোনয়ন পেয়েছে:

জেএসডি ৫টি: আ স ম আবদুর রব (লক্ষ্মীপুর-৪), আবদুল মালেক রতন (কুমিল্লা-৪), শহিদউদ্দিন মাহমুদ স্বপন (ঢাকা-১৮), সাইফুল ইসলাম (কিশোরগঞ্জ-৩), নুরুল ইসলাম (শরীয়পুর-১)।

কৃষক-শ্রমিক-জনতা লীগ ৩টি: কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী (টাঙ্গাইল-৮) ও টাঙ্গাইল-৪ আসনে রফিকুল ইসলাম, গাজীপুর-৩ আসনে ইকবাল সিদ্দিকী।

গণফোরাম ৫টি: মোস্তফা মহসিন মন্টু (ঢাকা-৭), এএইচএম খালেকুজ্জামান (ময়মনসিংহ-৮), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), অধ্যাপক আবু সাঈয়িদ (পাবনা-১), আমসা আমিন (কুড়িগ্রাম-২)

জাতীয় ঐক্য প্রক্রিয়া ১টি: সুলতান মো. মনুসর আহমেদ (মৌলভীবাজার-২)।

নাগরিক ঐক্য ৫টি: মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), এস এম আকরাম (নারায়ণগঞ্জ-৫), শাহ রহমত উল্লাহ (রংপুর-১), মোফাখারুল ইসলাম (রংপুর-৫), নুরুর রহমান জাহাঙ্গীর (বরিশাল-৪)।

২০ দলীয় জোটের যারা মনোনয়ন পেয়েছে:

এলডিপি ৫টি: চট্টগ্রাম- ১৪ আসনে এলডিপির অলি আহমেদ, চট্টগ্রাম-৭ আসনে মো. নুরুল আলম, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনে সাহাদাত হোসেন সেলিম, ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোর্শেদ।

জমিয়তে উলামায়ে ইসলাম ৪টি: সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামীর শাহিনুর. পাশা, হবিগঞ্জ-২ আসনে আবদুল বাসিদ আজাদ, সিলেট-৫ আসনে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, যশোর-৫ আসনে মুফতি মোহাম্মদ ওয়াক্কাস।

জাতীয় পার্টি (কাজী জাফর) ২টি: গাইবান্ধা-৩ আসনে টিআই ফজলে রাব্বী, কুষ্টিয়া-২ আসনে আহসান হাবিব লিংকন।

খেলাফত মজলিশ ২টি: হবিগঞ্জ-৪ আসনে আহমেদ আবদুল কাদের ও নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মুনির হোসেন।

বিজেপি ১টি: ঢাকা-১৭ আসনে আন্দালিব রহমান পার্থ।

এনপিপি ১টি: নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদ।

পিপিবি ১টি: রংপুর-৩ আসনে রিটা রহমান।

কল্যাণ পার্টি ১: চট্টগ্রাম- ৫ আসনে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

লেবার পার্টি ১টি: পিরোজপুর-২ আসনে মুস্তাফিজুর রহমান ইরান।

জামায়াতের যারা মনোনয়ন পেয়েছে:

ঠাকুরগাঁও-২ আসনে জেলা জামায়াত আমীর মো. আবদুল হেকিম, দিনাজপুর-১ আসনে জেলা কমিটির (উত্তর) কর্মপরিষদ সদস্য মো. আবু হানিফ, দিনাজপুর-৬ আসনে জেলা (দক্ষিন) আমীর আনোয়ারুল ইসলাম।

নীলফামারী-২ আসনে জেলা নায়েবে আমীর মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ আসনে কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য, জেলার সাবেক আমীর, মো. আজিজুল ইসলাম, গাইবান্ধা-১ আসনে জেলা জামায়াতের উপদেষ্টা মাজেদুর রহমান সরকার।

সিরাজগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, পাবনা-৫ আসনে জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হোসাইন, ঝিনাইদহ-৩ আসনে কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

যশোর-২ আসনে কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ আসনে জেলা জামায়াত সেক্রেটারি আবদুল ওয়াদুদ, বাগেটহাট-৪ আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আবদুল হালিম।

খুলনা-৫ আসনে কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসনে খুলনা মহানগর জামায়াতের আমীর মো. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা-২ আসনে জেলার সাবেক আমীর মুহাদ্দিস আবদুল খালেক।

সাতক্ষীরা-৩ আসনে জেলার ভারপ্রাপ্ত আমীর মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনে কেন্দ্রীয় শূরা সদস্য গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ আসনে জেলা জামায়াতের সাবেক রুকন শামীম সাঈদী।

ঢাকা-১৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান, সিলেট-৫ আসনে জেলার বিভাগীয় রাজনৈতিক সহ-সমন্বয়কারী ফরিদ উদ্দিন চৌধুরী।

সিলেট-৬ আসনে সিলেট দক্ষিণ জেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান, কুমিল্লা-১১ আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

চট্টগ্রাম-১৫ আসনে চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর আ ন ম শামসুল ইসলাম ও কক্সবাজার-২ আসনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ।

সব মিলিয়ে এখন পর্যন্ত বিএনপির মনোনয়ন চূড়ান্ত হয়েছে ২৮৫ আসনে।

/আরএ

Comments