জরিমানা দিলেন গাজীপুরের পাঁচ প্রার্থী

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮

একুশনিউজ:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পাঁচ কাউন্সিলর প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘণের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার(২৮)বিকেলে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্টেট ইশতিয়াক আহমেদ।

গাজীপুরের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, আলোকসজ্জা, আঠা দিয়ে দেয়ালে ও গাড়িতে পোস্টার লাগানোর দুইজন সাধারন এবং তিনজন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ঘুড়ি প্রতিকের দবির সরকারকে আলোক সজ্জার অপরাধে ২০ হাজার টাকা,
৬ নম্বরওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ঠেলা গাড়ি প্রতীকের মীর মো. আসাদুজ্জামান তুলাকে দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর অপরাধে ১০ হাজার টাকা। একই অভিযোগে ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী হেলিকপ্টার প্রতিকের জায়েদা আক্তারকে ১০হাজার টাকা,
আনারস প্রতিকের নাসরিন আক্তার নাজমাকে ১০হাজার টাকা এবং চশমা প্রতিকে নির্বাচনে অংশ নেওয়া মাহমুদা আক্তার মুক্তিকে দেয়ালে ও গাড়িতে পোস্টার লাগানোর অপরাধে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রামম্যান আদালত।

Comments