ছক্কায় শীর্ষে গেইল, তারপরে আছেন আফ্রিদী

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেদক: আজ ওয়েষ্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে চলছে। আজকের ম্যাচে খেলতে নেমেছেন ইউনিভার্সাল বস ক্রিস্টোফার হেনরী ক্রিস গেইল।

গেইল মানেই ছক্কার ফুলঝুঁড়ি। গেইলের গেইলময় ব্যাটিং মানে চোখের শান্তি। ক্রিকেট বিশ্ব গেইলের ব্যাটিং ঝলক অনেক বার দেখেছেন। আজকেও ছিলো তেমনি একটি ব্যাটিং ঝলক। ব্যাটিং তান্ডবে হারিয়ে ফেলেছেন চার চারটি বল।

খেলেছেন ১২৯ বলে ১৩৫ রানের অতি মানবীয় ইনিংস। ইনিংসে ছক্কার মার ছিলো ১২টি, চারের মার ৩টি। আজকের শতকটি গেইলের ওয়ানডে ক্যারিয়ারের ২৪ তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪১তম সেঞ্চুরি।

আজকের ম্যাচে গেইল ১২ টি ছক্কা মেরে গড়েছেন বিশ্বরেকর্ড। ১২ ছক্কার সাহায্যে আফ্রিদীকে হটিয়ে শীর্ষস্থান নিজের করে নিয়েছেন গেইল। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সর্বাধিক ছক্কার মালিক এখন গেইল।

চলুন দেখে নেয়া যাক শীর্ষ ১০ ছক্কার মালিকের তালিকা (নাম+দেশ+ইনিংস+ছক্কা):-
১.ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ৫১৪ ইনিংসে ৪৮১ টি ছক্কা।
২.শহীদ আফ্রিদী (পাকিস্তান), ৫০৮ ইনিংসে ৪৭৬ টি ছক্কা।
৩.ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), ৪৭৪ ইনিংসে ৩৯৮ টি ছক্কা।
৪.সনাথ জয়াসুরিয়া (শ্রীলংকা), ৬৫১ ইনিংসে ৩৫২টি ছক্কা।
৫.রোহিত শর্মা (ভারত), ৩২৭ ইনিংসে ৩৪৯ টি ছক্কা।
৬.মহেন্দ্র সিং ধোনি (ভারত), ৫১৩ ইনিংসে ৩৪৮ টি ছক্কা।
৭.এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), ৪৮৪ ইনিংসে ৩২৮ টি ছক্কা।
৮.মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), ৩২৮ ইনিংসে ২৮৯ টি ছক্কা।
৯.শচীন টেন্ডুলকার (ভারত), ৭৮২ ইনিংসে ২৬৪ টি ছক্কা।
১০.এ্যাডাম গিলক্রিষ্ট (অস্ট্রেলিয়া), ৪২৯ ইনিংসে ২৬২ টা ছক্কা।

আরএ/বিআইজে//

Comments