চলছে শেষ দিনের আপিল নিষ্পত্তির শুনানি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮ একুশ নিউজ: ইসি কার্যালয়ে শেষ দিনের মতো চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পড়াদের আপিল শুনানি। ২ডিসেম্বর প্রাথমিক যাচাই-বাছাইয়ের যাদের মনোনয়ন অবৈধ ঘোষিত হয়েছে পরবর্তীতে তারা আপিল করেছে। মনোনয়ন প্রত্যাশীদের এ আপিল শুনানি গত ৬ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হয়। বৃহস্পতিবার প্রথম দিনে ৮০ মনোনয়ন প্রত্যাশী তাদের প্রার্থীতা ফিরে পায়। অন্যদিকে ৭৬জনের মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষিত হয়। গতকাল দ্বিতীয় দিনে প্রার্থীতা ফিরে পায় ৭৮জন, অবৈধ ঘোষিত হয় ৬৫জনের মনোনয়ন। আজ শেষ দিন (৮ ডিসেম্বর) ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে। শুনানি পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কেএম নুরুল হুদা এবং অন্যান্য কমিশনাররা। কমিশন কর্তৃক মনোনয়ন চূড়ান্ত করার পর আগামীকাল রোববারের মধ্যে দলগুলোকে দলীয় প্রার্থীকে প্রতিক বরাদ্ধের জন্য ইসিকে দলীয় মনোনয়ন নিশ্চিত করে জানাতে হবে। ১০ তারিখে প্রতিক বরাদ্ধ হবে। আরএ Comments SHARES নির্বাচন বিষয়: চলছে শেষ দিনের আপিল নিষ্পত্তির শুনানি