চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ আজ বিকেলে

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮

একুশ ডেস্ক: পুলিশের দেয়া ২৫ শর্ত মেনে আজ বিকেলে চট্টগ্রাম মহানগরের নুর আহমেদ সড়কে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে জোটের প্রধান ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রবসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সূত্র জানায়, সমাবেশস্থলে মঞ্চ বানানো ও অন্যান্য আয়োজনের কাজ প্রায় শেষ পর্যায়ে।

জানা গেছে, এর আগে ঐক্যফ্রন্ট লালদীঘি ময়দানে সমাবেশ করার অনুমতি চাইলে সেটি মঞ্জুর করেনি পুলিশ। শেষে ২৫ শর্তে নগরীর নুর আহমেদ সড়কে নগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের করার অনুমতি দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ‘২৫টি শর্তে ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শর্তগুলো মেনে বিকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করবেন বলে নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন।’ সমাবেশ ঘিরে যেকোনো নাশকতা রোধে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ড. কামালের নেতৃত্বে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামের সমাবেশটি জোটের দ্বিতীয় সমাবেশ। এর আগে সিলেটে তাদের আরো একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজকের সমাবেশ প্রসঙ্গে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন জানান, লালদীঘির মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ করার জন্য আমরা আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন লালদীঘি মাঠের পরিবর্তে আমাদের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পরপরই আমরা সমাবেশ সফল করার প্রস্তুতি শুরু করি।

এদিকে সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটাতে বিএনপিসহ ঐক্যফ্রন্টের অন্যান্য দলগুলো কাজ করছে। সমাবেশ ঘিরে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিআইজে/

Comments