কিশোরগঞ্জের ভৈরবে হত্যা ও ছিনতাই মামলার আসামী জোটন অস্ত্রসহ গ্রেফতার

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৮

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে হত্যা ও একাধিক ছিনতাই মামলার আসামী জোটনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। সে কুলিয়ারচর উপজেলার তাতারকান্দি গ্রামের রোকন মিয়ার ছেলে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানা ও ভৈরব থানায় হত্যা এবং একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জোটনকে শহরের বঙ্গবন্ধু সড়কের ভৈরবপুর দঃ পাড়ায় অবস্থিত একটি ফার্নিচারের দোকান থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জোটন মিয়ার নামে আজ ১৩ আগষ্ট ভৈরব রেলওয়ে মেঘনা সেতুর কাছে স্কুল শিক্ষার্থীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইলসহ মালামাল ছিনতাই করে নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে বাপ্পি নামে এক ছিনতাইকারি নিহত হয়।

ওই ঘটনায় আলাদা ২টি মামলার আসামী জোটন। এছাড়াও ভৈরব থানায় তার নামে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে।

Comments