কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ১৪ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮

একুশনিউজ : নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৫ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে । এর মধ্যে ১৪ জন বাংলাদেশি, ১০ জন নেপালি ও ১ জন চীনা নাগরিক ।

শনাক্তকৃত বাংলাদেশিরা হলেন, ক্যাপ্টেন আবিদ সুলতান, পৃথুলা রশীদ, তামাররা প্রিয়ন্ময়ী, মাহমুদুর রহমান, বিলকিস আরা, হাসান ইমাম, খাজা সাইফুল্লাহ, মিনহাজ বিন নাসিব, রফিকুজ্জামান, অনিরুদ্ধ জামান, তাহিরা তানভীন শশী, রাকিবুল হাসান, মতিউর রহমান ও আখতারা বেগম ।

তবে এদের মরদেহ কবে নাগাদ দেশে আনা হবে তা এখন নিশ্চিত করা হয়নি । বলা হচ্ছে আগামী তিনদিনের মধ্যে দেশে আনার প্রক্রিয়া শুরু হবে ।

এদিকে আজ রাশেদ রুবাইয়াতকে ঢাকায় এনে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে তার চিকিৎসার জন্য । ঢাকা মেডিকেলে চিকিৎসারতদের মধ্যে তিনজনের অবস্থা উন্নত হওয়ায় তারা অতি দ্রুত বাড়ি ফিরতে পারবে বলে জানিয়েছে চিকিৎসকরা ।

উল্লেখ্য, গত ১২ মার্চ ইউএস বাংলা বিমান নেপালের ত্রিভুবন বিমান বন্দরে বিদ্ধস্ত হয় । এতে ৫০ জন  নিহত হয় যার মধ্যে ১৪ জন হলো বাংলাদেশের নাগরিক । ৭১ জন যাত্রী নিয়ে বিমানটি বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় ।

/এসআর

Comments