সন্ধায় হাইভোল্টেজ ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশিত: ৫:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

স্পোর্টস: শ্রীলংকায় ত্রিদেশীয় টি ২০ সিরিজ নিদাহাস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে রোমাঞ্চকর এ শিরোপা লড়াই।

এর আগে গত শুক্রবার শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার দেয়া ১৬০ রানের টার্গেটে দুই উইকেটের জয় পায় বাংলাদেশ।

সিরিজের প্রথম রাউন্ডের খেলাতেও শ্রীলঙ্কাকে হারিয়েছিলো বাংলাদেশ। কিন্তু ভারতের সাথে হেরে ফাইনালে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। অন্যদিকে ফাইনালে বাংলাদেশকে বাদ দিয়েই অতিথিদের গাড়ির গেট পাস তৈরি করে ফেলেছিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সম্প্রতি তেমন একটি পাসের ছবি অনলাইনে ভাইরালও হয়েছে।

নিদাহাস ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যাবে শ্রীলঙ্কা- এমনটাই ধরে নিয়েছিলো আয়োজক কমিটি। সেজন্য তারা সেমিফাইনাল শেষ হওয়ার আগেই ভারত-শ্রীলঙ্কা ফাইনাল খেলার গাড়ির পাস ছাপিয়ে রেখেছিলো।

সবশেষে চরম উত্তেজনা আর শাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

/এমএম

 

Comments