এরদোগানকে মুসলিমদের দীর্ঘ প্রতিক্ষিত নেতা আখ্যায়িত করলেন বসনিয়ার প্রেসিডেন্ট বাকির

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, মে ১৩, ২০১৮

রুম্মান আজিজ, আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানকে মুসলিমদের দীর্ঘ প্রতিক্ষিত নেতা আখ্যায়িত করলেন বসনিয়ার প্রেসিডেন্ট বাকির ইজেবেগোভিক। তিনি বলেছেন, এরদোগান মুসলিমদের জন্য বিজ্ঞ পরামর্শদাতা। আর এই কারণে তিনি পশ্চিমাদের কাছে অজনপ্রিয়।

শনিবার বসনিয়ার রাজধানী সারায়েভোতে নিজ দল ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির এক অনুষ্ঠানে এসব কথা বলেন বসনিয়ার প্রেসিডেন্ট বাকির ইজেবেগোভিক।

বাকির বলেন, আমাদের বন্ধু এরদোগান পশ্চিমাদের কাছে খুব বেশি জনপ্রিয় নয়, কারণ তিনি মুসলিমদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত একজন মহান নেতা।

তিনি বলেন, পশ্চিমারা আদিবাসী ও অজ্ঞ মুসলিম কর্তৃক বাধাপ্রাপ্ত হননি। কিন্তু যখন অর্থনৈতিক উন্নয়ন ঘটে, তখন তারা একজন মানুষের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, যিনি তিন মিলিয়ন উদ্বাস্তুর জন্য নিজের দরজা উন্মুক্ত করেছেন।

বাকির বলেন, যিনি বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর নির্মাণ করেছেন, সন্ত্রাসীদের মোকাবেলা করেছেন এবং তার দেশের সীমান্তে যুদ্ধ করেছেন। তিনি হলেন আমাদের বন্ধু এরদোগান। আর এজন্যই পশ্চিমাদের কাছে তিনি জনপ্রিয় নন।

উল্লেখ্য, আগামী ২০ মে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের বসনিয়া সফর করার কথা রয়েছে।

সূত্র: আনাদুলো এজেন্সি

/এমএম

Comments