ইন্দোনেশিয়ায় তিন গির্জায় হামলা, নিহত ৮

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, মে ১৩, ২০১৮

স্টাফ রিপোর্টার: ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় সন্দেহজনক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মঙ্গিরা স্থানীয় গণমাধ্যমকে বলেন, জাভা দ্বীপের সুরাবায়া বন্দর নগরীর পূর্ব উপকূলে হামলায় আহত ৩৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাধারণ নাগরিক এবং পুলিশ সদস্যও রয়েছেন।

হামলার লক্ষ্যবস্তু তিনটি গির্জা হলো সান্তা মারিয়া ক্যাথলিক চার্চ, ইন্দোনেশিয়ান ক্রিস্টিয়ান চার্চ ও পেন্টেকোস্ট সেন্ট্রাল চার্চ। সান্তা মারিয়া গির্জায় মারা গেছে চারজন এবং বাকি দুই গির্জায় চারজনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় প্রথম বিস্ফোরণ হয় সান্তা মারিয়া গির্জায়, এরপর ৭টা ৩৫ মিনিট ও ৮টায় যথাক্রমে বাকি দুটি গির্জায় হামলা হয়।

পুলিশের মুখপাত্র বলেন, আমাদের ধারণা এটা আত্মঘাতী হামলার চেষ্টা। আমরা নিহত একজনের পরিচয় জানতে পেরেছি।

/এমএম

Comments