এবার গাজা সেবন ও বিক্রি বৈধ করলো কানাডা

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক: উরুগুয়ের পর দ্বিতীয় দেশ হিসেবে গাজার ক্রয়-বিক্রয় ও সেবন বৈধ করলো কানাডা। স্থানীয় সময় বুধবার মধ্যরাত ২:৩০ মিনিটে দেশটির নিউফাউন্ডলেন্ড দ্বীপে প্রথম বৈধ উপায়ে গাজা বিক্রি হয়।

এসময় দ্বীপটিতে গাজা কেনার জন্য গাজা বিক্রির দোকানগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। খবর বিবিসি।

২০১১ সাল থেকেই ঔষধ হিসেবে গাজার ব্যবহার বৈধ করা হলেও আজ বুধবার থেকে বিনোদনের উদ্দেশ্যেও এর ব্যবহার বৈধ করা হলো।

গাজার ব্যবহার বৈধ হলেও, সচেতনতামূলক প্রচারণাও বৃদ্ধি করেছে দেশটি। কারণ এ নিয়ে উদ্বেগও বৃদ্ধি পেয়েছে। মাদকাসক্ত হয়ে গাড়ি চালানোর ব্যাপারে প্রস্তুত থাকছে পুলিশ। ১ কোটি ৫০ লাখ বাড়িতে গাজা বৈধ হওয়ার আইনটি সম্বন্ধে তথ্য পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি চালানো হচ্ছে জনসচেতনতামূলক প্রচারণা।

বেশ কয়েক মাস ধরেই গাজার ব্যবহার বৈধ হওয়ার বিষয়ে কানাডার প্রদেশ ও পৌরসভাগুলো প্রস্তুতি নিচ্ছে। প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষরাই ঠিক করবে কোথা থেকে গাজা কেনা যাবে ও সেবন করা যাবে।

/আরএ

Comments