যে দেশের মন্ত্রীসভার অর্ধেক সদস্য নারী!

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক: মন্ত্রীসভার সদস্যদের অর্ধেকই যদি হয় নারী, তবে সেটা হবে নারী ক্ষমতায়নে বিরল দৃষ্টান্ত। আধুনিক বিশ্বে এমনটাই করে দেখিয়েছে আফ্রিকার দেশ ইথিওপিয়া।

মঙ্গলবার মন্ত্রিসভায় অর্ধেক নারী সদস্য নিয়োগ দিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ।

আবিই আহমেদ বলেন, নারীরা নেতৃত্ব দিতে পারে না, এই ধারণাকে বদলে দেবে নতুন মন্ত্রিসভা। নারীরা পুরুষের তুলনায় কম দুর্নীতিপরায়ণ এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বায়িত্ব তুলে দেওয়া হয়েছে একজন নারীর হাতে।

আবিই আহমেদ গত এপ্রিলে ক্ষমতায় আসেন। এরপর থেকে অনেকগুলো পরিবর্তন এনেছেন তিনি। সর্বশেষ তিনি নারী পুরুষের সমতা আনতে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২৮ থেকে ২০-এ নামিয়ে এনেছেন।

সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট

/আরএ

Comments