ইসলামী আন্দোলনের প্রচারণা শুরু হবে পল্টনের দলীয় কার্যালয় থেকে

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

আহমাদ সাঈদ, বিশেষ প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে মঙ্গলবার।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোন করবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

নির্বাচনের ডামাডোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক জোট-মহাজোটের বাইরে এসে এককভাবে তিনশো আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে এবারের নির্বাচনে সবচে বড় চমক সৃষ্টি করে।

নির্বাচনে কমিশনের প্রাথমিক বাছাইয়ে দলটির ১৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে আপিলে ১৭ জনের মনোনয়ন বৈধতা পেলেও ২টি আসনে মনোনয়ন বাতিল হয়ে যায়।

সব মিলিয়ে ২৯৮ আসনে হাতপাখা প্রতিকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

/আরএ

Comments