আপিলেও বাতিল হলো বিএনপির চার হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৮ একুশ নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়ন প্রার্থীদের আপিল নিষ্পত্তির শুনানির প্রথম দিনে চূড়ান্তভাবে মনোনয়ন বঞ্চিত হলেন বিএনপির চার হেভিওয়েট প্রার্থী। বৃহস্পতিবার ইসি কার্যালয়ে আপিল শুনানিতে বিএনপির চার হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষণা করা হয়। এরমধ্যে তিনজনই সাবেক তিন প্রতিমন্ত্রী। এরা হলেন, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এবং যশোর-২ আসনে সাবিরা সুলতানা। ফৌজদারি মামলায় দুই বছরের বেশি কাল দণ্ড হওয়ায় বাছাইয়ের সময় তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের আপিল বৃহস্পতিবার নাকচ করে দেয় সিইসি কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচনী আপিল কর্তৃপক্ষ। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: আপিলেও বাতিল হলো বিএনপির চার হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন