আপা বিষয়টি রাজনৈতিক, এটা নিয়ন্ত্রণ করা যেতো: প্রধানমন্ত্রীকে ঢাবি উপচার্য

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গতকাল মাঝরাতে কোটা সংস্কার আন্দোলনকারীদের দমাতে মুখোশ পড়া একদল হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের বাসবভনে হামলা-ভাঙচুর করে। এই ঘটনায় সোমবার ভোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাবি উপাচার্যকে ফোন করেন।

এ সময় ঢাবি উপাচার্য আখতারুজ্জামান প্রধামন্ত্রীকে বলেন, আপা বিষয়টি রাজনৈতিক এটা নিয়ন্ত্রণ করা যেতো। আমার ঘর ভাঙচুর করা হয়েছে। আমি ভীতিকর অবস্থায় আছি। পরিবারের বাকি সদস্যরা কোথায় আছে জানি না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে কিছু বলার পর ঢাবি উপাচার্য প্রধানমন্ত্রীকে এসব কথা বলেন। এসময় কয়েকজন শিক্ষক উপাচার্যকে বাসভবন থেকে বাইরে এনে বসান

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যের পাঁচ মিনিটের মতো কথা হয়েছে। ফোন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য আখতারুজ্জামান।

/এমএম

Comments