পুলিশের গুলিতে এবার চোখ হারানোর পথে আবু বকর সিদ্দিক!

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮

মারুফ মুনির: রোববার রাতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় এক শিক্ষার্থীর চোখে রাবার বুলেট বিদ্ধ হয়।

চোখে আঘাত প্রাপ্ত শিক্ষার্থীর নাম আবুবকর সিদ্দিক। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আহত অবস্থায় সিদ্দিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিদ্দিকের চোখ দিয়ে ব্যাপক রক্তক্ষরণ হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, সিদ্দিকের অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগে নেয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পুলিশ যখন কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সিদ্দিক তখন মিছিলের সামনে ছিলেন। এ সময় সিদ্দিকের বাঁ চোখে পুলিশের ছোড়া রাবার বুলেট লাগে । চোখ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তে তাঁর মুখ ও শরীর ভিজে যায়।

উল্লেখ্য, গত বছরের ২২ জুলাই সাত কলেজের সংকট সমাধানের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের আক্রমনে সে সময় পুলিশের কাঁদানে গ্যাসের শেলের আঘাতে চোখ হারান তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। সরকারীভাবে তাকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও চোখের আলো ফিরে পাননি সিদ্দিক।

/এমএম

Comments