হিরো আলমের ঘোষণা; জাতীয় পার্টি মনোনয়ন না দিলে স্বতন্ত্র নির্বাচন

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮

একুশ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে তুমুল আলোচনা-সমালোচনর জন্ম দিয়েছেন হিরো আলম।

বগুড়া-৪ আসন থেকে জাপার হয়ে হিরো আলম নির্বাচন করবে এটা মোটামুটি নিশ্চিত। তবে কোনো কারণে জাতীয় পার্টি মনোনয়ন না দিলে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না হিরো আলম।

সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন হিরো আলম। সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন হিরো আলম নিজেই।

হিরো আলম বলেন, জাতীয় পার্টির মনোনয়নপত্র কে পাবে তা প্রায় ঠিক হয়ে গেছে। আমাকে দেয়া হবে কিনা তা এখনো জানতে পারিনি।

আমার ধারণা পাবো। তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টি থেকে যদি মনোনয়ন নাও পাই, সেক্ষেত্রে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবো।

/আরএ

Comments