সিটি করপোরেশন নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দিলো নির্বাচন কমিশন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মে ২৪, ২০১৮ সিটি করপোরেশনের নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুরে কমিশন বৈঠকে সিটি নির্বাচনের আচরণ বিধির সংশোধনীতে এ প্রস্তাবনা করা হয়েছে। তবে গাজীপুর সিটি নির্বাচনে এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না। বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যেহেতু গাজীপুর সিটি নির্বাচনের তফসিল হয়েছে, সেহেতু এমপিরা ওই নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। তিনি বলেন, সিটি নির্বাচনের আচরণ বিধিতে ১১টি সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে সিটি নির্বাচনে প্রতীকের প্রতীকৃতি হিসাবে কোন প্রতীক ব্যবহার করা যাবে না। পোস্টার দেয়ালে সাটানোর পরিবর্তে টাঙ্গিয়ে রাখতে হবে। Comments SHARES নির্বাচন বিষয়: সিটি করপোরেশন নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দিলো নির্বাচন কমিশন