সাকিবদের ১৪৮ রানের টার্গেট দিয়েছে মুস্তাফিজরা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮ একুশ স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিবের সানরাইজার্স হায়দারাবাদকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দারাবাদ। আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের হয়ে ইভিন লুইস, কায়রন পোলার্ড ও সূর্যকুমার যাদব ২৯, ২৮ এবং ২৮ রান করে করেন। আগে ব্যাটিংয়ে নেমে ১১ রানে ওপেনার রোহিত শর্মার উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে যায় মুম্বাই। ক্রুনাল পান্ডিয়াকে ১৫ রানে ফেরান সাকিব আল হাসান। দুর্দান্ত একটি ক্যাচও নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। /এমএম Comments SHARES খেলাধুলা বিষয়: মুম্বাই ইন্ডিয়ান্সমুস্তাফিজসাকিবসাকিব আল হাসানসাকিবদের ১৪৮ রানের টার্গেট দিয়েছে মুস্তাফিজরাসানরাইজার্স হায়দারাবাদ