লক্ষ্মীপুরে পরীক্ষা কেন্দ্রের পাশে ছাত্রলীগের ককটেল বিষ্ফোরণ

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮
মুহাম্মদ নোমান ছিদ্দীকী: লক্ষ্মীপুরে জেসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশে অর্ধশতাধিক ‘ককটেল’ বিষ্ফোরণের ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ছাত্রলীগ এ ঘটনা ঘটে। এর পাশেই কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায়। এতে পরীক্ষা হল এলাকায় দেওয়া ১৪৪ ধারা ভঙ্গ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে কলেজে নতুন কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। ওই কমিটিতে ফাহাদ বিন কামাল মাহিকে সভাপতি ও ফারুক হোসেন বাবুকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়।

তাদেরকে বরণ করতে কলেজে নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হয়। সেখান থেকে থেমে অর্ধশতাধিক ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় জেএসসি পরীক্ষাকালীন ১৪৪ ধারা ভঙ্গ ও কলেজ শিক্ষর্থীদের মাঝে আতংক বিরাজ করছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, বিষয়টি আমি জানি না। এসব বন্ধ করার জন্য বলে দিচ্ছি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্রপাল বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কলেজ অধ্যক্ষকে বলা হচ্ছে।

বিআইজে/

Comments