ঢাকা, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে এক রাতে ৫ দোকানে চুরি

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মে ৪, ২০১৮

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে বৃহস্পতিবার রাতে ৫টি ব্যাবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা হয়েছে। চোরের দল ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাটারের তালা ভেঙে এবং মুচড়ে একই কায়দায় ওই দোকানগুলোর মালামাল চুরি করে।

এ সময় তারা নগদ টাকা, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, ‘উপজেলার অন্যতম বিশাল বাণিজ্যকেন্দ্র হায়দরগঞ্জ বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। আজ শুক্রবার সকালে এসে চুরির ঘটনাটি দেখতে পান।

চোরের দল খান টেইলার্স, বিসমিল্লাহ্ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, শাহী ফার্মেসী, আল-মদিনা মুদি স্টোর ও মাসুদ স্টোরে ঢুকে ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ টাকা, মোবাইল সেট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা।

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার ইনচার্জ মাখন লাল রায় বলেন, ‘খবর পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। চুরি বন্ধের জন্য পাহারাদের পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হবে।

Comments

মতামত জরিপ

একুশ নিউজের নতুন ভার্সন আপনার কেমন লেগেছে?

এই বিভাগের সর্বশেষ