রাত পোহালে নির্বাচন; কে হবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী? নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮ স্টাফ রিপোর্টার: রাত পোহালেই মালয়েশিয়ার ১৪তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী আধুনিক মালয়েশিয়ার ড. মাহাথির মোহাম্মদ এবং বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী এবং দলীয় কর্মীরা। দেশের উন্নয়নে দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক গণমাধ্যমে এক বক্তব্য বলেন, দেশে নতুন কোনো নেতৃত্বের প্রয়োজন নেই। নতুন নেতৃত্ব ছাড়াই মালেশিয়াকে সামনের দিকে এগিয়ে নেয়া হবে। এদিকে বর্তমান সরকারের দুর্নীতির ইস্যুকে কাজ লাগিয়ে জোরে শোরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার এক জরিপেও এগিয়ে রয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। জরিপে ড. মাহাথির মোহাম্মদ ৪৩ দশমিক ৭ পয়েন্ট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের পক্ষে রয়েছে ৪০ দশমিক ৩ শতাংশ জনসমর্থন। মালেশিয়ায় ২’শ ২২টি সংসদীয় আসন এবং ৫৮৭টি প্রাদেশিক আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি। সূত্র: দ্য গার্ডিয়ান Comments SHARES আন্তর্জাতিক বিষয়: নিবার্চনমালয়েশিয়ারাত পোহালে নির্বাচন; কে হবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী?