ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে বসে দেখবেন ইমরান খান

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৮

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চরম উত্তেজনা। এশিয়া কাপের পঞ্চম ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্ধী এই দুটি দল।

হাইভোল্টেজ এই ম্যাচে মাঠে বসে এই খেলা দেখবেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।

কূটনৈতিক সূত্রে পাকিস্তান সংবাদ চ্যানেল জিও টিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার দুবাইয়ে পাকিস্তান-ভারতের এশিয়া কাপের ম্যাচ দেখবেন।

উল্লেখ্য, ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরের উদ্দেশ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রওনা দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে সফরের সময় এই ম্যাচটি দেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

/এমএম

Comments