ঢাকা, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ব্রিটিশ পার্লামেন্টের সামনে বি‌ক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮

ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার (৪ এপ্রিল) ব্রিটিশ পার্লামেন্টের সামনে বি‌ক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, এম লুতফুর রহমান, মো. গোলাম রাব্বানী, সাবেক সহ-সভাপতি গোলাম রাব্বানী সোহেল, সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সহ-দফতর সম্পাদক সেলিম আহমেদ।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে যোগ দেন।

/এমএম

Comments

মতামত জরিপ

একুশ নিউজের নতুন ভার্সন আপনার কেমন লেগেছে?

এই বিভাগের সর্বশেষ