বিক্ষোভের মুখে জর্ডানের প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের প্রধানমন্ত্রী প্রবল বিক্ষোভের মুখে সোমবার দেশটির বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্থানীয় পত্রিকার উদ্ধৃতি দিয়ে সংবাদটি প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য গার্ডিয়ান।
২০১১ সালের পর জর্ডানে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ শুরু হলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী হানি মুল্কি।
গত কয়েকদিনে হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর অফিসের দিকে মিছিল নিয়ে যায় এবং মুল্কির পদত্যাগের দাবী জানায়। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আয়কর বিল সংস্কারকে কেন্দ্র করে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
দুই বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় মুল্কি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের নির্দেশনা অনুযায়ী জনগণের ঋণ নিয়ন্ত্রণ করার জন্য অর্থনীতি সংস্কারের উদ্যোগ নিতে চাইছিলেন।
গত কয়েক বছরে সিরিয়া ও ইরাকের যুদ্ধের কারণে বেকার সমস্যা বৃদ্ধি পাওয়ায় জর্ডানের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে।
সরকারের সাথে সংশ্লিষ্ট দুটি ওয়েবসাইট হালা আকবর এবং আল-রাই সোমবার জানিয়েছে মুল্কি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়া হয়নি।
জর্ডানের বাদশাহ কিং দ্বিতীয় আব্দুল্লাহএই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
সূত্র: দ্য গার্ডিয়ান