বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের উপ-নির্বাচন ২৫ জুলাই

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের উপ-নির্বাচনের গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান।

উল্লেখ, গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ১নং পাড়িয়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বুলবুলকে মনোনয়ন দিলে তিনি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে পদপ্রার্থী হন।

তাই পদত্যাগ জনিত কারনে পদ শূন্য হওয়ায় নির্বাচনের তফসিল ঘোষিত হয়। তফসিল ঘোষণা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসার মো. আব্দুল মান্নান।

ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আগামী ৩০ জুন মনোনয়ন দাখিলের শেষ তারিখ এবং ২৫ জুলাই ভোট গ্রহনের তারিখ নির্ধারন করেন।

উল্লেখ থাকে যে, ১৯ জুন, ২০১৯ তারিখ হতে ছুটির দিন সহ ৩০ জুন পর্যন্ত মনোনয়ন ফরম ক্রয় করা যাবে। বাছাই হবে ২ জুলাই, প্রার্থী প্রত্যাহার ৯ জুলাই, ভোট গ্রহণ ২৫ জুলাই।

এমএম/

Comments