ফিজের মুম্বাই ইন্ডিয়ান্সকে ১১৯ রানের টার্গেট দিলো সাকিবের হায়দারাবাদ একুশ নিউজ ২৪ ডটকম একুশ নিউজ ২৪ ডটকম প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮ আরমার খন্দকার: মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্সকে ১১৯ রানের টার্গেট দিয়েছে সাকিবের সানরাইজার্স হায়দারাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্স ঘরের মাঠে টসে জিতে হায়দারাবাদকে আগে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে ১১৮ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দারাবাদ। হায়দারাবাদের হয়ে ২ রান করে রান হন সাকিব আল হাসান। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৩ ওভার ৪ বল করে ১৮ রান দিয়ে ১ উইকেট পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ১৯ তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন মুস্তাফিজ। ব্যাটিংয়ে তখন ইউসুফ পাঠান। প্রথম দুই বল ডট। পরের বলে ইনিংসের প্রথম ৬ মারেন ইউসুফ পাঠান। চতুর্থ বলে আবারো উড়িয়ে মারতে গিয়ে হার্দিক পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইউসুফ পাঠান। এর আগে ৩ ওভারে ১২ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজ। নিজের শেষ ওভারে এসে মূল্যবান ১ উইকেট নিয়ে হায়দারাবাদের ইনিংসের সমাপ্তি ঘটান। /এমএম Comments SHARES খেলাধুলা বিষয়: ফিজের মুম্বাই ইন্ডিয়ান্সকে ১১৯ রানের টার্গেট দিলো সাকিবের হায়দারাবাদমুস্তাফিজসাকিব