নেপালের বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে ঢাকা মেডিকেলে নেয় হচ্ছে
একুশ নিউজ : নেপালে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় আহত বাংলাদেশের অধিবাসী শাহরিন আহমেদ কে ঢাকা আনা হয়েছে । আজ বিকাল ৪টায় তিনি ঢাকায় এসে পৌঁছেছেন ।
শাহরিন আহমেদ এখনও অসুস্থ অবস্থায় আছেন বিধায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেলে নেয়া হচ্ছে । শাহরিন আহমেদ এর বাকী চিকিৎসা ঢাকা মেডিকেলেই করা হবে ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালি চিকিৎসকরা ১০ বাংলাদেশির মধ্যে ছয়জনকে ছাড়পত্র দিয়েছেন। দুজনকে এখনও আইসিইউতে রাখা হয়েছে, একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বার্ন ইউনিটে। আর একজনকে পরিবার দিল্লিতে নিয়ে যেতে চাইলেও তার ছাড়পত্র এখনও মেলেনি।
এদিকে কাঠমান্ডুর ওম হাসপাতালে চিকিৎসাধীন রিজওয়ানুল হককে বুধবারই নেপাল থেকে সিঙ্গাপুরে নিয়ে গেছেন তার বাবা মোজাম্মেল হক । ইউএস বাংলার জিএম (মিডিয়া) কামরুল ইসলাম বলেছেন, তাদের ব্যবস্থাপনাতেই রেজওয়ানকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।