এক বিশেষ ফ্লাইটে কলম্বোতে সাকিব আল হাসান

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৮

একুশ স্পোটর্স নিউজ : ইনজুরি কাটিয়ে বিশ্ব অরাউন্ডার সাকিব আল হাসান আজ এক বিশেষ ফ্লাইটে শ্রীলংকার কলম্বোতে যাচ্ছেন । ফিটনেস ঠিক থাকলে স্বাগতিকদের বিরুদ্ধে মাঠে নামার কথা আছে তার । সাকিব আল হাসান খেললে আলাদা শক্তি বাড়বে বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা ।

নিদাহাস ট্রফির আগে বিসিবির সিদ্ধান্ত ছিল, সাকিব দলের সঙ্গে কলম্বোয় থাকবেন । অন্তত শেষ এক-দুটি ম্যাচ খেলবেন। কিন্তু চোটের অগ্রগতি না হওয়ায় সিদ্ধান্ত বদলাতে হয়। সাকিবের জায়গায় অধিনায়কত্বের ভার দেওয়া হয় মাহমুদউল্লাহকে ।

ইনজুরি কাটিয়ে উঠার কারণে এখন নিদাহাস ট্রফির সেমিফাইনালে খেলার জন্য সাকিবকে শ্রীলংকায় নেয়া হচ্ছে । তবে সাকিব আল হাসানের খেলা নির্ভর করছে তার ফিটনেসের উপর বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ ওয়ালেস ।

এদিকে শ্রীলংকার কোচ হাথুরুসিংহে বলেছেন, যদি সাকিব আল হাসান মাঠে নামে তাহলে খেলার রূপ পরিবর্তন হবে । কারণ সাকিবের জন্য ভিন্নভাবে দল সাজিয়ে পরিকল্পনা নিতে হবে ।

উল্লেখ্য, গতকাল ভারতের বিপক্ষে বাংলাদেশ ১৭ রানে হেরেছে । মুশফিকুর রহিমের করা ৭২ রানের উপর ভর করেও বাংলাদেশ জিততে পারেনি ।

/এসআর

Comments