টাইগারদের ১৫১ রানের হার

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮

মারুফ মুনির, একুশনিউজ: সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫১ হেরেছে বাংলাদেশ। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানের টার্গেটে ২৬ নিয়ে ৩২১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশে।

লাঞ্চ ব্রেকের আগে ১১১ রানে ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে আজকের দিন সহ আরো এক দিন বাকী থাকতেই ১৮১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে বাংলাদেশ ১৪৩ রান করে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়ে সব কটি উইকেট হারিয়ে যোগ করে ১৮১ রান।

২৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে গতকালকে ২৬ করে দিন শেষ করে বাংলাদেশ। এরপর আজ চতুর্থ দিনে খেলতে নেমে লাঞ্চের আগেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

লাঞ্চের পর আর ইনিংস লম্বা করতে পারেনি বাংলাদেশ। ১১১ রান থেকে ১৬৯ রানে পৌঁছতেই বাকী উইকেটগুলো হারিয়ে বসে। ফলাফল ১৫১ রানের জয় নিয়ে ঘরে ফিরে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে সিকান্দার রাজা নেন ৩টি উইকেট। ব্রান্ডন মাভুটা নেন ৪ উইকেট। কাইল জারভিস ১টি ও মাসাকাদজা নেন ২টি উইকেট।

বাংলাদেশের হয়ে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নেন তাইজুল ইসলাম।

/আরএ

Comments