টসে জিতে ফিল্ডিংয়ে সাকিবের হায়দারাবাদ, ব্যাটিংয়ে মোস্তাফিজের মু্ম্বাই নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮ একুশ স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দারাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দারাবাদের হয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমেছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সেই হিসেবে আজকের এই ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিব মুস্তাফিজও। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দারাবাদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে ২ ওভারে ১৭ রান সংগ্রহ করেছে মুম্বাই। সাকিব আল হাসান এর আগে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এবারই প্রথম খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। অন্যদিকে ২০১৬ ও ২০১৭ সালের আসরে মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেললেও এবার খেলছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। মুম্বাই ইন্ডিয়ানস একাদশ রোহিত শর্ম, এভিন লুইস, ইশান কিশান, সুরইয়া কুমার যাদব, ক্রুনাল পান্ডে, কাইরন পোলার্ড, বেন কাটিং, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান, মায়ানক মারকান্দে, প্রদীপ সাংওয়ান। সানরাইজার্স হায়দারাবাদ একাদশ ঋদ্দিমান সাহা, শেখর ধাওয়ান, কেন উইলিয়ামস, মনিশ পান্ডে, দীপক হুদা, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, রশিদ খান, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কাউল, সন্দ্বীপ শর্মা। /এমএম Comments SHARES খেলাধুলা বিষয়: টসে জিতে ফিল্ডিংয়ে সাকিবের হায়দারাবাদব্যাটিংয়ে মোস্তাফিজের মু্ম্বাইমুম্বাই ইন্ডিয়ানসসানরাইজার্স হায়দারাবাদ