নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে: চরমোনাই পীর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮ একুশ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, নির্বাচনের পূবেই সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। আজ বুধবার এক বিবৃতিতে তিনি প্রশ্ন তুলে বলেন, সরকারি দলের জন্য এক নিয়ম বিরোধী দলের জন্য এক নিয়ম, এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড? নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে না পারলে শুধু নির্বাচনের জন্য নির্বাচন করে কোন লাভ নেই। তিনি বলেন, সন্ত্রাসী ও পেশীশক্তি নির্ভর সকল অপশক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। তিনি আরো বলেন, সরকারি সকল মিডিয়ায় সকল দলের সমান প্রচারণা নিশ্চিত করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং সকল দলের সমান অধিকার নিশ্চিত করতে ইসিকে কাজ করতে হবে। সেইসাথে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং বিচারিক ক্ষমতা দেওয়ার দাবিও জানান তিনি। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যালোচনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরী সভা অনুষ্ঠিত হয়। দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ্ব হারুন অর রশিদ, কেএম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে: চরমোনাই পীর