খাদের কিনার থেকে পাহাড় চুড়ায় টেনে তুললেন ইমরুল; টার্গেট ২৭২ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮ মারুফ মুনির: মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ১৬, ১৭ রানেই পরপর দুই উইকেট হারিয়ে ধুকতে থাকা দলকে খাদের কিনার থেকে যেন একাই পাহাড় চুড়ায় টেনে তুললেন ইমরুল কায়েম। তৃতীয় উইকেটে দলীয় ৬৬ রানে ব্যক্তিগত ১৫ রানে মুশফিক আউট হন। চতুর্থ উইকেটে মিঠুননে নিয়ে কিছুটা এগিয়ে দলকে টেনে তোলার চেষ্টা। ১৩৭ রানের ব্যক্তিগত ৩৭ রানে আউট হয়ে যান। এরপর চার বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরেন মাহমুদুদল্লাহ। এরপর মাত্র দুই রান যোগ হওয়ার পর দলীয় ১৩৯ রানে ১ রান করে আউট হন মিরাজ। এরপরই মূলত মুহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে ১২৭ রানের জুটি দলকে শক্তিশালী ভিত এনে দেয়। ওপেনিংয়ে নামা ইমরুল ক্যারিয়ার সেরা ১৪০ বলে ১৪৪ রান করে আউট হন। দলীয় স্কোর তখন ৪৮ ওভার ৪ বলে ২৬৬ রান। ১ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন সাইফুদ্দিনও। করেন ৫৯ বলে ৫০ রান। এরপর মাশরাফির ২ রান মুস্তাফিজের ১ এবং অতিরিক্ত ১ রানে ৫০ ওভারে ২৭১ রানের স্কোর গড়ে বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে কাইল জার্ভিস ৩৭ রানে ৪ উইকেট, তেন্ডাই চাতারা ৫৫ রানে ৩ উইকেন নেন। /এমএম Comments SHARES খেলাধুলা বিষয়: খাদের কিনার থেকে পাহাড় চুড়ায় টেনে তুললেন ইমরুল কায়েস; টার্গেট ২৭১