ইসলামী আন্দোলনের ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮

আহমাদ সাঈদ, একুশ প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৮১ আসনের প্রার্থীতা বৈধ ঘোষিত হয়েছে।

সারাদেশে নির্বাচন কমিশনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থীতা ঘোষণা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

সারাদেশ থেকে প্রাপ্ত তথ্যমতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে ২৮১ আসনের প্রার্থীতা বৈধ বলে ঘোষিত হয়েছে। এছাড়া ১৯ আসনের প্রার্থীতা অবৈধ বলে ঘোষণা হয়।

জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে তিনশো আসনে ২৯৭জনকে মনোনয়ন দেয়। এর মধ্যে তিনজন প্রার্থী দুটি করে আসনে নির্বাচন করবেন।

এরমধ্যে, দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বরিশাল-৫ ও ঝালকাঠি-২, মাওঃ আব্দুল আউয়াল খুলনা-২ ও বাগেরহাট-২ এবং কেন্দ্রীয় নেতা মুফতি দেলোয়ার হোসাইন সাকী চট্রগ্রাম-১২ ও ১৪ আসনে নির্বাচনী লড়াই করবেন।

সেই হিসেবে ১৯ আসনে ১৯জন প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

এব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগির দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, মনোনয়ন ফরমে কিছু ত্রুটির কারণে আমাদের ১৯জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আমরা এগুলো সংশোধন করে নির্দিষ্ট সময়ে আপিল করবো।

/আরএ

Comments