ইথিওপিয়ার সেনাপ্রধান গুলিবিদ্ধ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯ রাজনৈতিক উত্তেজনার ভেতর ইথিওপিয়ার সেনাপ্রধান গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ। রোববার সকালে টিভিতে ভাষণ দেওয়ার সময় এই খবর জানান তিনি। সেনাপ্রধানের বর্তমান অবস্থা এই প্রতিবেদন লেখার সময় জানা যায়নি। তিনি ঠিক কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন সেটাও স্পষ্ট নয়। সেনাপ্রধান জেনারেল সিয়ার মেকনেন গুলিবিদ্ধ হওয়ার খবর দেওয়ার আগে ইথিওপিয়ার সরকারি বার্তা বিভাগ থেকে জানানো হয়, আমহার রাজ্যে একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা প্রতিহত করা হয়েছে। এই চেষ্টার পেছনে কে বা কারা ছিলেন সেটি এখনো জানা যায়নি। সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রী আবি শুধু বলেছেন, বিদেশি তথা ভাড়াটে সৈনিক দ্বারা সেনাপ্রধান আক্রান্ত হয়েছেন। বাহির দরের স্থানীয়রা জানিয়েছেন, তারা শহরে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। এই পরিস্থিতিতে মার্কিন দূতাবাস সতর্কতা জারি করেছে। বিবিসি জানিয়েছে, গোটা দেশের ইন্টারনেট ব্যবস্থা আংশিক অচল করে দেওয়া হয়েছে। হিলিমারীম দেশলেগন পদত্যাগ করলে সাবেক সেনা কর্মকর্তা আবি ক্ষমতায় আসেন ২০১৮ সালের এপ্রিলে। তখন থেকেই দেশটির রাজনৈতিক হালচালে বড় ধরনের পরিবর্তন আসে। আবি সরকার শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে থাকেন। একই সঙ্গে নিষিদ্ধ কিছু ওয়েবসাইট খুলে দেন। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: