ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ‘মাতাল সিসি’র বক্তব্য ভাইরাল (ভিডিও)

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৯

আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ এ ফুটবল প্রতিযোগিতা ‘আফ্রিকা কাপ অব নেশনস’ এর উদ্বোধন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি।

শুক্রবার কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এ আয়োজন করে দেশটির ফুটবলপ্রেমীরা। উদ্বোধনী অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সিসি।

কিন্তু সিসির ওই বক্তব্য অন্যান্য দিনের মতো স্বাভাবিক স্বরে ছিল না। অদ্ভূত ভঙ্গিতে কয়েকটি শব্দ পৃনরাবৃত্তি হচ্ছিল ওই বক্তব্যে। অনেক শব্দ মুখেই আটকে যাচ্ছিল। মূহুর্তেই সেই বক্ব্য ভাইরাল হয় নেট দুনিয়ায়। জন্ম নেয় বিতর্কের।

আরাবি টুয়েন্টিওয়ানের খবরে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে সিসির বক্তব্য অন্য কোনো অবস্থার ইঙ্গিত করছিল। বিষয়টি সিসির মাতাল অবস্থা বলেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অস্বাভাবিক ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয় ভিডিওটি।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হটিয়ে ক্ষমতা দখলকারী জেনারেল সিসির এমন বক্তব্যকে অস্বাভাবিক এবং ‘বিশেষ একটি পরিস্থিতি পরবর্তী অবস্থা’ বলে মন্তব্য করেন অনেকে।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশ ট্যাগ দিয়ে বক্তব্যটি ব্যাপক শেয়ার হয়েছে। বেশিরভাগ মানুষই ভিডিওটি দেখে সিসিকে ‘মাতাল’ বলে মন্তব্য করেন।

كلمة #السيسي في افتتاح كأس الأمم الأفريقية..حد عارف ايه السبب انه بيتكلم بالطريقة دي ؟!الفيديو بدون منتاج ولا اي حاجة 🤚#AFCON2019#أمم_افريقيا

Posted by Hamza Ashraf on Friday, 21 June 2019

Comments