আফগানিস্তানকে ২৫০ রানের টার্গেট দিলো বাংলােদেশ

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮

মারুফ মুনির: এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ১৬ রানের মাথায় ১৮ বল খেলে ব্যাক্তিগত ৬ রানে আউট হয়ে সাজঘরে ফিরে নাজমুল হাসান শান্ত।

এরপর মাত্র ২ বল খেলে ১ রানে আউট হয় মোহাম্মদ মিঠুন। লিটন-মুশফিকের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করে দলীয় ৮১ রানে ৪৩ বলে ব্যাক্তিড়গত ১ রান করে আউট হন লিটন দাস।  ২ বল খেলে রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে ঘরে ফিরেন সাকিব আল হাসান। দলীয় ৮৭ রানের মাথায় ৫২ বলে ৩৩ রান করে আউট হন মুশফিক।

ষষ্ঠ উইকেট জুটিতে মাহমুদ উল্লাহ রিয়াদ এবং ইমরুল কায়েসের ১২৮ রানের জুটির ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। মাহমুদ উল্লাহ রিয়াদ ৮১ বলে ৭৪ রানে আউট হলেও ইমরুল কায়েস অপরাজিত থাকেন ৮৯ বলে ৭২ রানে। ৯ বলে ১০ করে আউট হন মাশরাফি। মেহেদি হাসান করেন অপরাজিত ৪ বলে ৫ রান।

দিনের অন্য ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৭ উিইকেট হারিয়ে ভারতকে ২৩৮ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।

/এমএম

Comments