আইপিএলে সেরা বিদেশি খেলোয়ারের তালিকায় শীর্ষ চারে সাকিব নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮ মারুফ মুনির: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের আসরে এখন পর্যন্ত ব্যাটিং, বোলিং ফিল্ডিং তথা অলরাউন্ড পারফরমেন্সের ভিত্তিতে বিদেশিদের মধ্যে সেরা চারে রয়েছে বাংলাদেশের লিজেন্ড অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশি বিদেশি সব মিলিয়ে আছেন শীর্ষ দশে। আইপিএলের ওয়েবসাইটে দেয়া তথ্য মতে, ব্যাটিং, বোলিং ফিল্ডিং তিন ফরম্যাটে পারফরমেন্সের প্রত্যেক খেলোয়ারকে পয়েন্ট দেয়া হয়েছে। এতে ১০ ম্যাচ খেলে ১৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। তালিকায় শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান তারকা সুনিল নারিন। তার সমান সংখ্যক ম্যাচ খেলে সুনিল নারিনের পয়েন্ট ২২০.৫। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে অজি তারকা শেন ওয়াটসনের পয়েন্ট ২১৫.৫ এবং আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল। সুনিল নারিন এবং শেন ওয়াটসন দেশি-বিদেশি সব মিলিয়েও প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে। পয়েন্ট তালিকা আইপিএল নিলামে এবার কোটি কোটি টাকায় বিক্রি হওয়া মাত্র এই তিনজন খেলোয়াড়ই রয়েছেন সাকিবের ওপরে। অন্যদিকে এবারের আইপিএলে সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি হওয়া বেন স্টোকসের পয়েন্ট ১০৬ এবং তালিকায় তার অবস্থান ৩৭ এ। সূত্র: আইপিএল ওয়েবসাইট Comments SHARES খেলাধুলা বিষয়: আইপিএলআইপিএলে সেরা বিদেশি খেলোয়ারের তালিকায় শীর্ষ চারে সাকিবসাকিব আল হাসান