৩৬ বছর আগে হারিয়ে যাওয়া রীনা খুঁজছেন তার স্বজনদেরকে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৮ একুশনিউজ২৪: প্রায় ৩৬ বছর আগে চার বছর বয়সে রাজশাহী থেকে হারিয়ে যাওয়া রীনার বয়স এখন (৪০)। খুঁজছেন মা -বা ও বোনদের। রীনা জানায়, খুব ছোট হওয়ায় পুরোপুরি কিছুই মনে নেই। শুধু অস্পষ্টভাবে সেই সময়কার কয়েকটি স্মৃতি মনে পরে। হারিয়ে যাওয়ার দিন রীনা তার অন্য বন্ধুদের সঙ্গে পাশের কোনো এক রেলস্টেশনে খেলাধুলা করছিলেন। একসময় তিনি ইঞ্জিনে উঠে পড়েন। ট্রেন চলতে শুরু করলে তিনি আর নামতে পারেনি। অনেক কান্নাকাটি করেও কোনো লাভ হয়নি। ট্রেনেই এক লোক তাকে ঢাকায় নিয়ে যান। তারপর দীর্ঘ ৩৬টি বছর কেটে গেছে। রীনা তার আশ্রয়দাতার বাড়িতে গৃহকর্মীর কাজ করেছেন। এরপর সেই গৃহকর্তা তাকে বিয়ে দেয় বেড়া পৌরসভার সান্যালপাড়া গ্রামে। রীনা আরো বলেন, তার বাড়ি কাছে ছিলো রেলস্টেশন ও ফুটবল খেলার স্টেডিয়াম। তার নানী তাঁকে হাছনা বলে ডাকতেন। তার আরো দুই বোন ছিলো। তাদের নাম নুরজাহান ও লাইলী। বাবার নাম মনে না থাকলেও তার সাইকেলের পেছনে চড়ে বেড়ানোর কথা মনে আছে। সাইকেল থেকে পড়ে গিয়ে পা কেটে যাওয়ার কথাও মনে আছে তার। এইটুকু স্মৃতি নিয়ে রীনা আজও তার স্বজনদের একবার দেখার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে। এমএম Comments SHARES শীর্ষনিউজ বিষয়: ৩৬ বছর আগে হারিয়ে যাওয়া রীনা খুঁজছেন তার স্বজনদেরকেমা-বাবার খোঁজে ৩৬ বছর আগে হারিয়ে যাওয়া রীনারীনা