সৌদির সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা করবে ইসরাইল

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা করবে ইসরাইল। এ ব্যাপারে সৌদি আরবের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির পরিবহনমন্ত্রী ইসরায়েল কাৎজ আলোচনা করেছেন বলে ইসরাইলের একটি গণমাধ্যম জানিয়েছে।

চলতি সপ্তাহে সৌদি আরবের সঙ্গে এই বৈঠক হয় বলে টাইমস অব ইসরাইল জানিয়েছে।

প্রস্তাবিত রেল প্রকল্প ইসরাইলের হাইো সমুদ্রবন্দর থেকে জর্ডানের রেল লাইনের সঙ্গে যুক্ত হবে। সেখান থেকে সৌদি আরব ও কয়েকটি আরব দেশকে যুক্ত করবে।

একই সঙ্গে এটি অধিকৃত ভূখণ্ডের পশ্চিম তীরের জেনিন শহরকেও যুক্ত করবে। এ রেল লাইন। রেল লাইনটি প্রতিষ্ঠা হলে অর্থনৈতিক উন্নয়নের চাইতে এ অঞ্চলে ইসরাইলের অর্থনৈতিক ও রাজনৈতিক সংযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

#একুশনিউজ/এএইচ

Comments