সৌদির বিমানবন্দরে হুথিদের হামলায় আহত ২৬ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯ ডেস্ক: সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ২৬ জন আহত হয়েছেন। খবর সৌদি গ্যাজেটের সৌদি সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেন, বুধবার (১২ জুন) রাত ২টা ২১ মিনিটে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী আগমন এলাকায় আঘাত হেনেছে। এই বিমানবন্দরে প্রতিদিন বিভিন্ন দেশের হাজার হাজার যাত্রী যাতায়াত করে। তিনি জানান, হামলাায় ২৬ বেসামরিক নাগরিক আহত হয়েছে। তাদের মধ্যে তিন জন নারী এবং দুই শিশু রয়েছে। জানা যায়, নিহত ৩ নারীর মধ্যে একজন ইয়েমেনি, একজন ভারতীয় এবং একজন সৌদি নাগরিক। শিশু দুইজনও সৌদি নারগিক বলে জানিয়েছে মিডিয়া। এ ঘটনায় আহত আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৮ জনের আঘাত গুরুতর নয়। হামলায় বিমানবন্দরের অবকাঠামোর কিছু ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। এসকে/ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: