সিআইএ’র প্রধান গিনা হাসপেলের কাছে খাশোগি হত্যার তথ্য-প্রমাণ হস্তান্তর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেলের কাছে সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সব তথ্য-প্রমাণ সরবরাহ করেছে তুরস্ক। গিনা হাসপেল তুরস্কে সফরে গেলে তার কাছে এসব তথ্য-প্রমাণ তুলে বলে বুধবার তুর্কি গণমাধ্যম এ খবর জানিয়েছে। গণাধ্যমের খবরে বলা হয়, সরবরাহকৃত তথ্য-প্রমাণের মধ্যে রয়েছে ফুটেজ, অডিও টেপ এবং সৌদি কন্স্যুলেট ভবন থেকে সংগ্রহ করা অন্যান্য তথ্য। তুর্কি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার তিনি জন্য তুরস্ক সফর করেছেন বলেও উল্লেখ্য করা হয়। সৌদি আরবের রাজ পরিবারের সমালোচনাকারী স্বেচ্ছা নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে হত্যা করা হয়। বিষয়টি প্রথম দিকে সৌদি সরকার অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপের মুখে ১৭ অক্টোবর তা স্বীকার করে। তুরস্কের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়েছে। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: খাশোগিসিআইএ'র প্রধান গিনা হাসপেলের কাছে খাশোগি হত্যার তথ্য-প্রমাণ হস্তান্তরসৌদি আরব