ভারতে মুখ্যমন্ত্রীকে ‘মোদির পুতুল’ বলায় সাংবাদিকের জেল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮ অনলাইন ডেস্ক: ভারতের মণিপুর রাজ্যে জাতীয় নিরাপত্তা আইনে সাংবাদিক কিশোরেচন্দ্র ওয়াংখেমকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে কিশোরেচন্দ্র মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হাতের পুতুল’ বলে উল্লেখ করেন। এর জেরে গত মাসে ওই সাংবাদিককে আটক করেছিলো পুলিশ। টাইমস অব ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়া জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তার ইস্যুতে গত ২৭ নভেম্বর আটক করা হয় কিশোরেচন্দ্র ওয়াংখেমকে। যে ভিডিও নিয়ে বিতর্ক, ফেসবুকে পোস্ট করা সেই ভিডিওতে তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীকে মোদী ও আরএসএস-এর ‘হাতের পুতুল’ বলেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মণিপুরের মুখ্যমন্ত্রী, দু-জনেরই সমালোচনা করেন তিনি। মণিপুরে কেন ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের জন্মবার্ষিকী উদযাপন হবে, সেই প্রশ্ন তুলেছিলেন কিশোরেচন্দ্র। মণিপুরের বীর সন্তানদের ভুলে গিয়ে সরকার ঝাঁসির রানির জন্মবার্ষিকী পালন করছে বলে কটাক্ষ করেন তিনি। ঝাঁসির রানির সঙ্গে মণিপুরের কতটুকু সম্পর্ক রয়েছে, তা জানতে চান কিশোরেচন্দ্র। কিশোরচন্দ্রকে জেল দেয়ার রায় ক্ষমতার অপব্যবহার বলে দাবি করেছেন তার আইনজীবী এন ভিক্টর। তাঁর পরিবার উচ্চতর আদালতে আবেদন করতে পারে। কিশোরেচন্দ্রর শাস্তির প্রতিবাদ জানিয়েছে ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন এবং প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া। /সিএইচ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: ভারতে সাংবাদিকের জেল