বার্সালোনায় ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে’ তিন বাংলাদেশি চলচিত্র নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮ বিনোদন ডেস্ক: স্পেনে এশিয়ান ভিত্তিক সংগঠন ‘কাসা এশিয়া’র আয়োজনে বার্সেলোনায় দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’। এতে বাংলাদেশি তিনটি ছবি প্রদর্শন করা হবে। আগামী ৩১ অক্টোবর থেকে ১১ নভেম্বর স্থানীয় সিনেমেস জিরোনা সিনেমা হলে ছবিগুলো প্রদর্শন করা হবে। ২ নভেম্বর বিকেল ৬ টায় ফখরুর আরেফিন খান পরিচালিত ছবি ‘ভুবন মাঝি’, ৮ নভেম্বর রাত দশটায় এ কে রেজা গালিব পরিচালিত ছবি ‘কালের পুতুল’ এবং ১০ নভেম্বর বিকেল ৪টায় মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘ডুব’ প্রদর্শিত হবে। স্থানীয় দর্শকদের সুবিধায় ছবিগুলোর সংলাপে সাবটাইটেল হিসেবে স্প্যানিশ ও কাতালান ভাষা থাকবে। কাসা এশিয়ার ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ এর ওয়েবসাইট থেকে অথবা সরাসরি সিনেমা হল থেকে প্রবেশ মূল্যের বিনিময়ে টিকেট সংগ্রহ করা যাবে। প্রসঙ্গত, স্পেনে এশিয়া অঞ্চলের দেশগুলোকে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘কাসা এশিয়া’ প্রতিবছরই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকে। এবারের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশসহ আফগানিস্তান, ভুটান, চায়না, হংকং, মালেয়েশিয়া, কুরিয়া, ভারত, পাকিস্তান, মঙ্গোলিয়া, ফিলিপাইন্স, থাইল্যান্ডসহ ২৩টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: বার্সালোনায় ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে’ তিন বাংলাদেশি চলচিত্র