ট্রাম্প প্রশাসনের কারনে ২ হাজার শিশু পরিবার বিচ্ছিন্ন

প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গেল ছয় সপ্তাহে প্রায় দুই হাজার অভিবাসী শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

অবৈধভাবে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে নারী-পুরুষসহ অনেককেই আটক করছে ট্রাম্প প্রশাসন। আর এই ধরপাকড়ের কারণে পরিবারের সুরক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে শিশুরা।

মার্কিন স্বরাষ্ট্র দপ্তর বা হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ১৯ এপ্রিল থেকে ৩১ মে এ সময়ের মধ্যে আটক হওয়া এক হাজার ৯৪০ পূর্ণ বয়স্ক ব্যক্তির সঙ্গে থাকা এক হাজার ৯৯৫ জন শিশু পরিবার-বিচ্ছিন্ন হয়েছে। এদের মধ্যে কার বয়স কত, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তা জানানো হয়নি।

এই শিশুরা হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। মামলা নিষ্পত্তির প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের ডিটেনশন ফেসিলিটিজ ও ফস্টার কেয়ারে রাখা হয়েছে তাদের। সূত্র-বিবিসি

#এএইচ

Comments