জাতিসংঘের ভাষা বাংলার দাবিতে আজ লক্ষ্মীপুর সরকারি কলেজে ভোট

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮

জাতিসংঘের ভাষা বাংলার দাবিতে আজ লক্ষ্মীপুর সরকারি কলেজে ভোট

মুহাম্মদ নোমান ছিদ্দীকী লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার দাবিতে ‘জাতিসংঘে বাংলা চাই’ এই স্লোগানে লক্ষ্মীপুর সরকারি কলেজে অনলাইন ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজে অনুষ্ঠানটির উদ্বোধন করবেন অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম। কর্মসুচিতে সহযোগিতা করবেন লক্ষ্মীপুরের স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। মাতৃভাষার জন্য প্রাণদান, আন্দোলন এমন গর্বিত ইতিহাস শুধু বাঙালীর। জাতিসংঘের কাছে আমাদের দাবি বাংলা ভাষাকে জাতিসংঘে সপ্তম ভাষার স্বীকৃতি অবিলম্বে দেয়া হোক। জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা এ দাবিতে সমর্থন জানাতে যে কেউ জাগো নিউজের অফিসিয়াল পেইজে গিয়ে আবেদন করতে পারেন। ভাষা আন্দোলনের মাসজুড়ে আমাদের এ কার্যক্রম চলবে। বাঙালি জাতির পক্ষ থেকে এটা আমাদের যৌক্তিক দাবি। জাগোনিউজের এ কার্যক্রমে আমাদের পূর্নাঙ্গ সমর্থন।
এসএমএন

Comments